রাজনীতি

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বাঁধাতে চায় যুক্তরাষ্ট্র : পুতিন

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ২ ফেব্রুয়ারি ২০২২;  আপডেট: ০১:৫০, ২৯ অক্টোবর ২০২২

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বাঁধাতে চায় যুক্তরাষ্ট্র : পুতিন

পুতিন অভিযোগ করেছেন, রাশিয়ার দাবিগুলোকে আমলে নেয়নি যুক্তরাষ্ট্র। ছবি : বিবিসি।

যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ওপর আরও বেশি অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রের আরেকটি অজুহাত দরকার। এজন্য তারা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সঙ্কটকে কাজে লাগিয়ে এ দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধাতে চাইছে বলেও পুতিন মন্তব্য করেছেন।

মঙ্গলবার মস্কোয় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইউরোপে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ বিষয়ে উদ্বেগ জানালেও যুক্তরাষ্ট্র তা আমলে নেয়নি। নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার দাবিগুলোকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো উপেক্ষা করেছে। এ সময় পুতিন অভিযোগ করেন, রাশিয়ার ওপর আরও কঠোর অবরোধ আরোপ করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য দেশটি ইউক্রেনকে ব্যবহার করছে। ইউক্রেনকে তারা ন্যাটোর সামরিক কার্যক্রম চালানোর ঘাঁটি বানাতে চায়। এ কারণেই দেশটিকে ন্যাটোভুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি-তে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপে ন্যাটো বাহিনীর সম্প্রসারণ বিষয়ে উদ্বেগ জানালেও যুক্তরাষ্ট্র তা আমলে নেয়নি বলেও অভিযোগ করেছেন পুতিন।

ইউক্রেন সীমান্তে যুদ্ধাস্ত্রসহ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও এর বন্ধু দেশগুলো অভিযোগ করে আসছে, রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায়। রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

রাশিয়া ফেব্রুয়ারিতে হামলা চালাতে পারে বলে গত বৃহস্পতিবার এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওইসময় জেলেনস্কি হামলার আশঙ্কার ব্যাপারে বাইডেনের সঙ্গে দ্বিমত করেন। তবে গতকাল মঙ্গলবার তিনি বলেছেন, 'হামলা চালালে এটি কেবল ইউক্রেন আর রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে।' সূত্র : বিবিসি, সিএনএন।