অন্যান্য

নেপালে বিধ্বস্ত বিমানের সব আরোহীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৫, ৩১ মে ২০২২;  আপডেট: ০১:৩১, ২৯ অক্টোবর ২০২২

নেপালে বিধ্বস্ত বিমানের সব আরোহীর মরদেহ উদ্ধার

বিমানের মোট ২২ আরোহীর সবার মরদেহ ও ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে।

নেপালে রবিবার বিধ্বস্ত হওয়া বিমানের বাকি ২ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিমানের মোট ২২ আরোহীর সবার মরদেহ উদ্ধার করা হলো। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ কথা নিশ্চিত করেছে। গতকাল সোমবার পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিলো। আজ বাকি ২ মরদেহ এবং বিমানের ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গেছে।

বেসরকারি 'তারা এয়ারলাইনসের' বিমানটি রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে নেপালের জনপ্রিয় পর্যটন এলাকা পোখারা থেকে যাত্রা করে। গন্তব্যস্থল জমসমে অবতরণের মাত্র পাঁচ মিনিট আগে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে এয়ারলাইনস সূত্র জানায়। সোমবার দেশটির উত্তরাঞ্চলের মাসটেঙ্গ জেলায় বিমানের ধ্বংসাবশেষ ও মরদেহগুলোর সন্ধান পায় উদ্ধারকারী দল।

সূত্র : বিবিসি।