স্বদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সমর্থন পাওয়ার আশা পররাষ্ট্রমন্ত্রীর

স্বদেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১০ জানুয়ারি ২০২৩;  আপডেট: ২২:১২, ১০ জানুয়ারি ২০২৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সমর্থন পাওয়ার আশা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

জাপান এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে তাদের সহায়তা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  বাংলাদেশে নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে আজ মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় একইসঙ্গে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে জাপানের অব্যাহত সমর্থনেরও প্রশংসা করেন তিনি।

বৈঠক চলাকালে জাপানকে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অভিহিত করে মেট্রো রেল প্রকল্পসহ অন্যান্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কারগরি ও আর্থিক সহায়তার  জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নতুন রাষ্ট্রদূতের মেয়াদকালে দেশ দুটির সর্ম্পক নতুন উচ্চতায় পৗেঁছবে বলেও পররাষ্ট্রমন্ত্রী এ সময় আশা প্রকাশ করেন।

সূত্র : বাসস।