ভারতের উপর ২৫ শতাংশ শুল্কারোপ মার্কিন যুক্তরাষ্ট্রের
রাশিয়া থেকে তেল কিনলে শাস্তির হুমকী
অর্থ ও বাণিজ্য ডেস্ক
প্রকাশিত: ০০:০৫, ৩১ জুলাই ২০২৫; আপডেট: ০০:১২, ৩১ জুলাই ২০২৫

ট্রাম্পের এ সিদ্ধান্ত দেশ দুটির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের বিভিন্ন পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। অসম বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধারে এটি প্রয়োজন বলে গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্্যুথ স্যোশালে ট্রাম্প জানান।
একইসঙ্গে, রাশিয়া থেকে তেল বা সমরাস্ত্র কিনলে, উপর্যুক্ত শাস্তি পেতে হবে বলেও সতর্ক করেন তিনি। এ ক্ষেত্রে শাস্তির ধরন সম্পর্কে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয় নি। তবে, মূলত অব্যাহতভাবে চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের বিরক্তি থেকেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ট্্যুথ স্যোশালে ট্রাম্প লিখেন, ‘ভারত আমাদের বন্ধু হলেও বহু বছর ধরে তাদের সঙ্গে আমাদের বাণিজ্যের পরিমাণ তুলনামূলক কম। আর, এর কারণ হচ্ছে তাদের আরোপিত শুল্কের উচ্চহার।’
এ সময় ভারত রাশিয়া থেকে তেল ও সমরাস্ত্র কিনছে এবং এটি ইউক্রেন যুদ্ধ সচল রাখতে সাহায্য করছে বলে অভিযোগ করেন তিনি। এ ধারা অব্যাহত থাকলে ভারতের উপর অতিরিক্ত করারোপ করা হবে বলে সতর্ক করেন ট্রাম্প।
এ ক্ষেত্রে, দেশ দুটির মধ্যে আবারও সম্পর্কের অবনতির আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদকালে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা স্থিতিশীল ছিলো। তবে, এর পর থেকেই বাণিজ্য ও শরণার্থী সমস্যা নিয়ে দেশ দুটির মধ্যে আবারও সম্পর্কের অবনতি হতে শুরু করে।
তবে, গত ফেব্রুয়ারিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সে সময় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা শুরু করবে বলে ট্রাম্প জানান।
উল্লেখ্য, ১৪০ কোটিরও বেশি জনগণের দেশ ভারত বিশ্বের সবচেয়ে বৃহৎ দেশ এবং ভূগৌলিকভাবে চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্ধী।
তবে, রাশিয়ার সঙ্গে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে ভারত। একইসঙ্গে, ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর উপর পশ্চিমা বিশ্বের আরোপিত নিষেধাজ্ঞায় সমর্থন জানায়নি দেশটি।
সূত্র : আল-জাজিরা।