রাজনীতি

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ১৮ মে ২০২৫;  আপডেট: ২২:৫০, ১৮ মে ২০২৫

যুদ্ধ শুরুর পর ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা

হামলায় ক্ষতিগ্রস্ত হয় কিয়েভের প্বার্শবর্তী একটি এলাকা।

ইউক্রেনে পুরোদমে হামলা চালানোর পর এবারই প্রথম দেশটিতে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভসহ আরও কয়েকটি স্থানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। হামলায় এ পর্যন্ত একজন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

রবিবার স্থানীয় সময় সকাল আটটায় রাশিয়া এ ড্রোন হামলাগুলো চালায়। ইউক্রেনের কিয়েভ অঞ্চলসহ পূর্বের দিনিপ্রোপেট্রোভস্ক ও দোনেৎস্ক অঞ্চল লক্ষ্য করে ২৭৩টি ড্রোন হামলা চালানো হয় বলে ইউক্রেনের বিমান বাহিনী জানায়। 

রবিবার চালানো এ ড্রোন হামলার মধ্যে ৮৮টি ড্রোন মাঝপথেই থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং ক্ষয়ক্ষতি ছাড়া আরও ১২৮টি ড্রোনের গতিপথ পরিবর্তন করা সম্ভব হয়েছে বলে বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়। বাকি ড্রোনের আঘাতে কিয়েভের শহরতলিতে এক নারী নিহত ও কমপক্ষে আরও তিনজন আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।  

এদিকে, যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রাশিয়ার হামলা বন্ধের কোনো লক্ষণ নেই বলে ইউক্রেনের এক কর্মকর্তা জানান। 

দেশটির প্রেসিডেন্টের দফতরের শীর্ষ ওই কর্মকর্তা অ্যান্দ্রি ইয়ারম্যাক বলেন, ‘শুক্রবার তুরস্কের ইস্তাবুলে অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনা প্রকৃতপক্ষে রাশিয়ার লোক দেখানো একটি কৌশল। পুতিন যুদ্ধ চায়।’ 

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছিলো রাশিয়া। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের তিন বছর সম্পন্ন হওয়ার এ বছরটিতে মস্কো দেশটিতে ২৬৭টি ড্রোনের হামলা চালায়। 

এদিকে, এমন সময় আজকের এ হামলার ঘটনা ঘটলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, গত শুক্রবার তিন বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেন। কিন্তু, সে আলোচনায় শুধু দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি ছাড়া আর কোনো বিষয়ে অগ্রগতি হয়নি। 

এ অবস্থায় সোমবার পুতিনের সঙ্গে আলোচনার আগে তিনিসহ ব্রিটেন, ফ্রান্স ও পোল্যান্ডের নেতারা ট্রাম্পের সঙ্গে ভ্যার্চুয়াল বৈঠক করবেন বলে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ জানান। 

সূত্র : বিবিসি।