অন্যান্য

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন নরো

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫৩, ২৫ সেপ্টেম্বর ২০২২;  আপডেট: ০১:০৮, ২৯ অক্টোবর ২০২২

ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন নরো

টাইফুন নরো আঘাত হানার পর উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি : সিএনএন।

ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় নরো। ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে দেশটির প্রধান দ্বীপ লুজনে আজ রবিবার আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে দ্বীপটির ৮ হাজার ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। প্রবল শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়টি লুজনের পশ্চিম পাশে আঘাত হানে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।

ফিলিপাইনের আবহাওয়া অধিদফতর থেকে লুজন দ্বীপে পাঁচ মাত্রার সতর্কবার্তা জারি করা হয়েছে। এটি দেশটির সর্বোচ্চ সতর্কবার্তা হওয়ার কারণে ঘূর্ণিঝড় নরোকে সুপার টাইফুন আখ্যা দেওয়া হয়েছে।

আক্রান্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানোসহ জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। অনেক ফ্লাইট ও ফেরি বাতিল করা হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ লুজন দ্বীপের সব ধরনের সরকারি কাজ বাতিল করাসহ সেখানকার সব স্কুল বন্ধ ঘোষণা করেছেন।

টাইফুন নরো ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতেও আঘাত হানবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। একইসঙ্গে এর প্রভাবে ভূমিধস ও আকস্মিক বন্যাসহ প্রবল ঝড়-বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। এ অবস্থায় দ্রুত উদ্ধার তৎপরতা চালাতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে রেড ক্রসের ফিলিপাইন শাখার চেয়ারম্যান ডিক গর্ডন জানিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির গতি ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং এর গতিপ্রকৃতি অন্যান্য ঝড়ের তুলনায় ভিন্ন বলে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের সাত হাজারেরও বেশি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ফিলিপাইন খুবই ঘূর্ণিঝড়-প্রবণ অঞ্চল। দেশটিতে বছরে গড়ে প্রায় ২০টির মতো ঘূর্ণিঝড় হয়। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে আঘাত হানা টাইফুন রাইয়ের আঘাতে ফিলিপাইনের প্রায় ৪০০ বাসিন্দা নিহত হন। ২০১৩ সালে টাইফুন হাইয়ান আঘাত হানে দেশটিতে। এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত হন প্রায় ৬ হাজার ৩০০ জন।

সূত্র : বিবিসি।