অন্যান্য

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

তুরস্কের দক্ষিণাংশে সংঘর্ষে উদ্ধারকাজ ব্যাহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৩;  আপডেট: ১৪:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৩

নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

ধ্বংসস্তূপগুলোতে এখনো আটকে থাকাদের জীবিত অবস্থায় উদ্ধারের আশা এখন খুব কম।

তুরস্ক ও সিরিয়ায় গত সোমবারের ভূমিকম্পে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। অনেক সময় গড়িয়ে যাওয়ায় ধ্বংসস্তূপগুলোতে এখনো আটকে থাকাদের জীবিত অবস্থায় উদ্ধারের আশাও খুব কমে গেছে। এদিকে তুরস্কের দক্ষিণে কয়েকটি জায়গায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাতের কারণে উদ্ধারকাজ বন্ধ রয়েছে। এর মধ্যে বাড়ছে খাদ্যের সঙ্কট। এমন অবস্থায় সামনের দিনগুলোতে সার্বিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

ঘটনাস্থলে সেবাদানরত জার্মানির উদ্ধারকর্মী এবং অস্ট্রিয়ার সেনাদলের সদস্যরা জানিয়েছেন, অচেনা কিছু গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে গতকাল শনিবার তারা উদ্ধারকাজ স্থগিত করেছেন। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরাও ওই দুর্বৃত্তদের হামলায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে খাদ্য সঙ্কট বাড়তে থাকায় অচিরেই নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি রয়েছে বলেও আশঙ্কা জানিয়েছেন তারা।

এ অবস্থায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জরুরি ক্ষমতাবলে ব্যবস্থা নেওয়া হবে। এরইমধ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

উদ্ধারকাজ স্থগিত করার পর তুরস্কের সেনাবাহিনী সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে উদ্ধারকাজ আবারো শুরু করতে সহযোগিতা করবে সেনাবাহিনীর সদস্যরা।

সূত্র : বিবিসি।