রাজনীতি

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ : অবস্থা আশঙ্কাজনক

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ৮ জুলাই ২০২২;  আপডেট: ০২:৪০, ২৯ অক্টোবর ২০২২

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ : অবস্থা আশঙ্কাজনক

গুলিবিদ্ধ শিনজো আবে। ছবিটি ভিডিও ফুটেজ থেকে নেওয়া।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার দেশটির নারা শহরে এক রাজনৈতিক সমাবেশ চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে এক টুইট বার্তায় জানিয়েছেন টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কাশিদা এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে সন্দেভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শিনজো আবেকে হাসপাতালে রক্ত দেওয়া হচ্ছে বলে তার ভাই জানিয়েছেন। তবে ইয়োচি মাসুজো জানিয়েছেন, ৬৭ বছর বয়সী আবের হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া বন্ধ হয়ে গেছে (কার্ডিওপালমোনারি অ্যারেস্ট)। জাপানে কারো মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার আগে তার অবস্থা সম্পর্কে প্রায়ই এভাবে জানানোর চল রয়েছে।

শুক্রবার জাপানের নারা শহরে এক নির্বাচনী প্রচারণায় ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ভিডিও ফুটেজে দুটি গুলির শব্দ শোনা গেছে। আবের গলার ডান পাশে গুলি লেগেছে এবং বুকের বাম পাশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে তার শরীরে দুটি গুলির আঘাতই লেগেছে না কি একটি গুলিই গলায় বিদ্ধ হওয়ার পর শরীরের অন্য অংশেও আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার জাপানের সংসদের উচ্চ কক্ষের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। শিনজো আবে শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা করছিলেন। এরপর তার আরো দুটি শহরে প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিলো।

জাপানের প্রধান সংসদ সচিব হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, 'নারা শহরে স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে এগারোটার সময় সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করা হয়। বর্তমানে তার অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। যে কারণেই তার ওপর হামলা চালানো হোক না কেন, এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড সহ্য করা হবে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।'

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গুলির ঘটনার পরপরই জরুরি সেবাদানকারীরা রাস্তার মাঝখানে শিনজো আবেকে ঘিরে রেখেছেন। কিছুক্ষণের মধ্যেই একটি হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নারা শহরের উন্মুক্ত জায়গায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শিনজো আবে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় তাকে পেছন থেকে গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় এক ব্যক্তিকে বড় একটি বন্দুকসহ দেখা গেছে বলেও জানান তারা। এ সময় ঘটনাস্থল থেকেই নিরাপত্তা কর্মীরা সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে। তবে এ সময় হামলাকারী পালানোর চেষ্টা করেনি বলে তারা জানান।    

হাসপাতালে নেওয়ার সময় আবের জ্ঞান ছিলো এবং তিনি সাড়া দিচ্ছিলেন। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে। একইসঙ্গে পুলিশ হামলাকারীর ব্যবহৃত বন্দুক বাজেয়াপ্ত করাসহ তার পরিচয় নিশ্চিত করেছেন বলেও ওই সংবাদমাধ্যম জানিয়েছে। তেতসুইয়া ইয়ামাগামি নামের ওই হামলাকারী নারা শহরেরই বাসিন্দা এবং তার বয়স আনুমানিক ৪০ বছর। হামলার সময় সে হাতে তৈরি বন্দুক ব্যবহার করেছে বলে এনএইচকে জানায়। স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, তেতসুইয়া ইয়ামাগামি জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সাবেক সদস্য বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জাপানের ইতিহাসে শিনজো আবে সবচেয়ে বেশি সময় ধরে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম দফায় ২০০৬ থেকে ২০০৭ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন। ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে ক্ষমতা থেকে সরে দাঁড়ান শিনজো আবে।

সূত্র : বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান ও এপি।