রাজনীতি

জ্বালানি সঙ্কটে সেবা বন্ধ করতে যাচ্ছে গাজার হাসপাতাল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ২৫ অক্টোবর ২০২৩;  আপডেট: ২২:৪৯, ৭ নভেম্বর ২০২৩

জ্বালানি সঙ্কটে সেবা বন্ধ করতে যাচ্ছে গাজার হাসপাতাল

জ্বালানি ঘাটতির কারণে আজ বুধবার রাতের মধ্যে গাজায় জাতিসংঘের সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

জ্বালানি ঘাটতির কারণে জরুরি সেবা ছাড়া অন্য সব সেবা বন্ধ করতে যাচ্ছে গাজা উপত্যকার হাসপাতালগুলো। জ্বালানি ফুরিয়ে আসায় জাতিসংঘ গাজায় তাদের সহায়তা কার্যক্রম বন্ধ করে দেবে বলে ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালগুলো।

গাজায় সবচেয়ে বেশি সহায়তা দেয় জাতিসংঘ। কিন্তু জ্বালানি ঘাটতির কারণে আজ বুধবার রাতের মধ্যে গাজায় জাতিসংঘের সহায়তা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, খুব বেশি হলে আজ রাত পর্যন্ত কার্যক্রম পরিচালনার মতো জ্বালানি তাদের কাছে মজুদ রয়েছে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সহায়তা প্রদানকারী সংস্থা ইউএনআরডব্লিউএ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় বলেছে, 'জরুরি ভিত্তিতে জ্বালানির যোগান না পেলে গাজা উপত্যকায় সব ধরনের সহায়তা কার্যক্রম (বুধবার) রাতের মধ্যে বন্ধ করে দিতে আমরা বাধ্য হবো।'

উল্লেখ্য, গত শনিবার ২০ ট্রাক ত্রাণ সহায়তা গাজায় পৌঁছানোর সুযোগ দেয় ইসরায়েল। সর্বশেষ গতকাল রাতে ৮ ট্রাক ত্রাণ মিসর হয়ে গাজায় পৌঁছে। তবে ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলো বলছে, সেখানে প্রতিদিন অন্তত ১০০ ট্রাক ত্রাণ সহায়তা প্রয়োজন।

এদিকে খাবার, পানি ও ওষুধ গাজায় কিছু পরিমাণে পৌঁছাতে দিলেও কোনোভাবেই সেখানে জ্বালানি সরবরাহ করতে দেবে না বলে কঠোর অবস্থানে রয়েছে ইসরায়েল। জ্বালানির অভাবে গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা ও চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্বনেতারা বারবার যুদ্ধবিরতি ও জ্বালানি সরবরাহের ব্যাপারে তাগাদা দিলেও নিজের অবস্থানে অনড় রয়েছে ইসরায়েল।

সূত্র : ডয়চে ভেলে ও বিবিসি।