রাজনীতি

ইউক্রেনে যুদ্ধাপরাধ : যাবজ্জীবন কারাদণ্ড রুশ সেনার

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ২৩ মে ২০২২;  আপডেট: ০১:৩৯, ২৯ অক্টোবর ২০২২

ইউক্রেনে যুদ্ধাপরাধ : যাবজ্জীবন কারাদণ্ড রুশ সেনার

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর যুদ্ধাপরাধের দায়ে এটিই প্রথম বিচার। ছবি : রয়টার্স।

বেসামরিক নাগরিক হত্যার অপরাধে রাশিয়ার এক সেনাসদস্যকে আজীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে ইউক্রেনের একটি আদালতদেশটিতে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর যুদ্ধাপরাধের দায়ে এটিই প্রথম বিচার। আজ সোমবার আদালত এ রায় দিয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাশিয়ার সেনাসদস্য সার্জেন্ট ভাদিম শিশিমারিন (২১) ইউক্রেনের উত্তর-পূর্বের গ্রাম চুপাখিভকায় অলেকজান্দর শেলিপভ (৬২) নামে এক বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেনশিশিমারিন কথা আদালতে স্বীকার করেনতবে তার পক্ষের আইনজীবী আদালতকে বলেন, 'শিশিমারিন গুলি করতে চাননি কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশে শেষ পর্যন্ত গুলি করতে বাধ্য হন।' নিজের জীবনের নিরাপত্তার ভয় থেকেই শিশিমারিন ওই আদেশ পালন করেন বলেও তার আইনজীবী দাবি করেন রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও তিনি জানান

তবে আদালত বলেন, 'যেহেতু এই অপরাধটি শান্তি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক শৃঙ্খলার বিরুদ্ধে সংঘটিত হয়েছে, তাই একে লঘু করে দেখার কোনও সুযোগ নেই।'

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে গুলি করতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে সময় শিশিমারিন নিহত শেলিপভের স্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করেনতবে শেলিপভের স্ত্রী ক্যাটেরিনা শেলিপভা বলেন, 'তার (শিশিমারিন) জন্য আমার দুঃখ হচ্ছে কিন্তু তার অপরাধের জন্য আমি তাকে ক্ষমা করতে পারি না।'

 বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া যে ইউক্রেনে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের লক্ষ করে হত্যাকাণ্ড চালাচ্ছে, বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটিই প্রমাণিত হলো ঘটনা রাশিয়ার আগ্রাসনের বিষয়টিতে নতুন ভাবনা যোগ করলো

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরও অভিযোগ খতিয়ে দেখছে ইউক্রেনদেশটি বলছে, রাশিয়া সেখানে এমন অন্তত ১১ হাজার অপরাধ করেছেরাশিয়া অবশ্য শুরু থেকেই বেসামরিক নাগরিক হত্যার মতো অভিযোগ অস্বীকার করে আসছে

এদিকে রায়ের পর ক্রেমলিনও তাদের হাতে আটক হওয়া ইউক্রেনের কয়েক সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করেছেএর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান সঙ্কট আরও জটিল হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

সূত্র : বিবিসি