রাজনীতি

যুক্তরাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান চীনের

মার্কিন আকাশে চীনের ‘গোয়েন্দা’ বেলুন

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৩;  আপডেট: ২২:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান চীনের

সর্বশেষ বেলুনটি যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে দেখা গেছে। ছবি : সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের বিশালকায় এক বেলুনের উপস্থিতি নিয়ে উত্তেজনা বেড়ে চলেছে প্রভাবশালী এ দুটি দেশের মধ্যে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। আজ শনিবার চীনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে, তাদের কোনো দেশের ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের উদ্দেশ্য নেই।

যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বেলুনের উপস্থিতি নিয়ে প্রথম গত শুক্রবার দুঃখ প্রকাশ করে চীন। এটি আবহাওয়ার তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে পরিচালিত হয় বলে এ সময় উল্লেখ করে দেশটি। একইসঙ্গে বেলুনটি পথ হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘বেইজিং কখনোই স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের ভৌগোলিক ও আকাশসীমা লঙ্ঘন করে না।’

বেলুনটি আলাস্কা এবং কানাডার ওপর দিয়ে উড়ে মনটানা অঙ্গরাজ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বলে গত বৃহস্পতিবার প্রথম দেশটির সরকারি সূত্রে জানানো হয়। দেশটির এ অঙ্গরাজ্যে স্পর্শকাতর বেশ কয়েকটি পরমাণু ক্ষেপণাস্ত্র এলাকা রয়েছে।

এদিকে সর্বশেষ বেলুনটি দেশটির মিসৌরি অঙ্গরাজ্যে দেখা গেছে। আর সপ্তাহান্তে এটি যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা অঙ্গরাজ্যের কাছে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতির মধ্যেই লাতিন আমেরিকার আকাশে আরও একটি চীনা বেলুন দেখা গেছে বলে যুক্তরাষ্ট্র দাবি করেছে। তবে এ নিয়ে এখনও চীন কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এ নিয়ে প্রভাবশালী এ দেশদুটির মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। একে ‘নজরদারির জন্য পাঠানো বেলুন’ উল্লেখ করে এটি চীনের দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ বলে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় চীনে পূর্বনির্ধারিত রাষ্ট্রীয় সফর বাতিল বলেও ঘোষণা দেন মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘এটি মার্কিন সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে দায়িত্বজ্ঞানহীন আচরণ।’ একইসঙ্গে দেশদুটির পূর্বপরিকল্পিত দীর্ঘ রাষ্ট্রীয় সফরের আগ মুহূর্তে এ ধরনের আচরণ অনাকাঙ্খিত বলেও ক্ষোভ প্রকাশ করেন ব্লিনকেন।   

তবে বিষয়টি নিয়ে ব্লিনকেনের সঙ্গে চীনের পররাষ্ট্রনীতি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াং ইর কথা হয়েছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, ‘কূটনৈতিক সম্পর্কের প্রতিটি পর্যায়ে কার্যকর যোগাযোগ বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ; বিশেষত এ ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি শান্তভাবে এবং আস্থার সঙ্গে নিয়ন্ত্রণ করা উচিত।’  

একইসঙ্গে চীন এ ধরনের ভিত্তিহীন গুজবকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না উল্লেখ করে যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদ এবং গণমাধ্যম এ ঘটনাকে ইচ্ছাকৃতভাবে চীনের বিরুদ্ধে ব্যবহার করছে বলেও এ সময় অভিযোগ করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গুলি করে বেলুনটি ভূপাতিত করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। মূলত আকাশের অনেক উঁচুতে থাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সূত্র : বিবিসি।