ঈদুল আযহা : ট্রেনের অগ্রিম টিকিট ১ জুলাই থেকে
স্বদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৩৭, ২৩ জুন ২০২২; আপডেট: ০১:২৩, ২৯ অক্টোবর ২০২২

১ থেকে ৫ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে ৫ থেকে ৯ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ৫ জুলাই পর্যন্ত। গতকাল বুধবার রেল ভবনে টিকিট বিক্রির অ্যাপ 'রেল সেবা' উদ্বোধন শেষে এ তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ থেকে ৫ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে ৫ থেকে ৯ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। অন্যদিকে, ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে পাওয়া যাবে ১১ থেকে ১৫ জুলাইয়ের টিকিট। এর মধ্যে শুধু ১১ জুলাই ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট পাওয়া যাবে। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হবে। তবে স্পেশাল ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না; এই টিকিট শুধু স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
টিকিট বিক্রির ক্ষেত্রে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্মসনদের ফটোকপি টিকিট কাউন্টারে দেখাতে হবে। প্রতিটি বিক্রয়কেন্দ্রে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টার থাকবে। একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে বলেও রেলমন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে রয়েছে দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১ ও ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল এবং শোলাকিয়া স্পেশাল ১ ও ২।
টিকিট বিক্রি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবার ছয়টি স্থান নির্বাচন করা হয়েছে বলে। এসব স্থান থেকে বিভিন্ন অঞ্চলের অগ্রিম টিকিট দেওয়া হবে। এসব স্থান ও যেসব গন্তব্যের টিকিট দেওয়া হবে : ঢাকা (কমলাপুর) রেলস্টেশন থেকে বিক্রি হবে পুরো উত্তরাঞ্চলগামী আন্তঃনগর এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেনের টিকিট; ঢাকা (কমলাপুর) শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেন; ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর; তেজগাঁও রেলস্টেশন থেকে ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর এবং দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন; ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস; ফুলবাড়িয়া থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তনগর ট্রেন এবং জয়দেবপুর থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হবে।
তবে আগামী ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত মিতালি এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না বলেও জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
সূত্র : প্রথম আলো অনলাইন।