শিক্ষা ও ক্যারিয়ার

রেলওয়ের দুই পদের পরীক্ষা একই সময়ে : বিপাকে আবেদনকারীরা

শিক্ষা ও ক্যারিয়ার ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ১৩ জুন ২০২২;  আপডেট: ০১:২৯, ২৯ অক্টোবর ২০২২

রেলওয়ের দুই পদের পরীক্ষা একই সময়ে : বিপাকে আবেদনকারীরা

দুটি পদে মোট আবেদনকারী ৮০ হাজার ৪১৭ জন।

বাংলাদেশ রেলওয়ের দুটি পদে নিয়োগের পরীক্ষা একই সময়ে নির্ধারণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন এ দুই পদে আবেদনকারী প্রায় ৮০,০০০ পরীক্ষার্থী। রেলওয়ের গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) সময়সূচি নিয়ে এই বিপত্তি তৈরি হয়েছে।

গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। ওই দিন দুটি পদেরই পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুটি পদে মোট আবেদনকারী ৮০ হাজার ৪১৭ জন।

পরীক্ষার্থীরা বলছেন, দুটি পদে নিয়োগের জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে একই দিন ও একই সময়ে। এতে যারা দুটি পদেই আবেদন করেছেন, তারা যে-কোনো একটি পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং অন্যটিতে পারবেন না।

সূত্র : প্রথম আলো অনলাইন।