শিল্প-সাহিত্য-বিনোদন

অস্কার মনোনয়নের বাছাই তালিকা

শিল্প-সাহিত্য-বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ১২ মার্চ ২০২৩;  আপডেট: ২৩:৫২, ১২ মার্চ ২০২৩

অস্কার মনোনয়নের বাছাই তালিকা

কোন বিভাগে সেরা কে - এখন শুধুই কয়েক ঘণ্টার অপেক্ষার পালা! ছবি : সংগৃহীত।

গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের নজর আজ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। সেখানেই কাল বসতে যাচ্ছে হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়াডর্সের ৯৫তম আসর। স্থানীয় সময় রবিবার রাত ৮টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো ওই আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। 'অস্কার' নামেই বেশি পরিচিত তারকা ঝলমলে এ আসরে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া সিনেমা থেকে শুরু করে অভিনয়শিল্পী ও অন্য কলাকুশলীদের মধ্যে এবার জোর লড়াই হবে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। শেষ পর্যন্ত কার কার হাতে উঠছে সম্মানজনক এ পুরস্কার, তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় সোমবার ভোর পর্যন্ত। সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশের সিনেমা ভক্তরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন আজ সোমবার ভোরে।

আপাতত দেখে নেওয়া যাক এবারের অস্কারে মূল ক্যাটাগরিগুলোতে মনোনয়নের তালিকা :

সেরা চলচ্চিত্র :

অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
অ্যাভাটার : দি ওয়ে অব ওয়াটার
দ্য বানশিস অব ইনশেরিন
এলভিস
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
দ্য ফ্যাবেলম্যানস
তার
টপ গান : মাভেরিক
ট্রায়াঙ্গেল অব স্যাডনেস
উইমেন টকিং

সেরা অভিনেতা (প্রধান চরিত্র) :

অস্টিন বাটলার (এলভিস)
কলিন ফ্যারেল (দ্য বানশিস অব ইনশেরিন)
ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
পল মেসক্যাল (আফটারসান)
বিল নাই (লিভিং)

সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র) :

কেইট ব্লানচেট (তার)
আনা দে আরমাস (ব্লন্ড)
অ্যান্ড্রিয়া রাইজবরো (টু লেসলি)
মিশেল উইলিয়ামস (দ্য ফ্যাবেলম্যানস)
মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পরিচালক :

মার্টিন ম্যাকডোনাহ (দ্য বানশিস অব ইনশেরিন)
ড্যানিয়েল কুয়ান, ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
স্টিভেন স্পিলবার্গ (দ্য ফ্যাবেলম্যানস)
টড ফিল্ড (তার)
রুবেন আস্টলান্ড (ট্রায়াঙ্গল অব স্যাডনেস)

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র :

গিয়েরমো দেল তোরোস পিনোকিও
মার্সেল দ্য শেল উইথ শুজ অন
পুস ইন বুটস : দ্য লাস্ট উইশ
দ্য সি বিস্ট
টার্নিং রেড

এ ছাড়াও থাকছে সেরা পার্শ্ব-অভিনেতা, সেরা পার্শ্ব-অভিনেত্রী, সেরা চিত্রনাট্য (অরিজিনাল), সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড), সেরা ডকুমেন্টারি, সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র এবং সেরা সিনেমাটোগ্রাফিতে পুরস্কার। অস্কার থাকছে সম্পাদনা, সঙ্গীত, রূপসজ্জা, ভিজ্যুয়াল ইফেক্ট এবং শর্টসসহ আরও কয়েকটি ক্যাটাগরিতেও।

কোন বিভাগে সেরা কে - এখন শুধুই কয়েক ঘণ্টার অপেক্ষার পালা!

সূত্র : বিবিসি।