শিল্প-সাহিত্য-বিনোদন

প্রথমবারের মতো মেকাপ ছাড়াই সুন্দরী প্রতিযোগিতায়

শিল্প-সাহিত্য-বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৬, ২৮ আগস্ট ২০২২;  আপডেট: ২৩:২৯, ২৮ আগস্ট ২০২২

প্রথমবারের মতো মেকাপ ছাড়াই সুন্দরী প্রতিযোগিতায়

কোনো ধরনের মেকাপ ছাড়াই প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন মেলিসা।

দেশে দেশে সুন্দরী প্রতিযোগিতা আজ আর নতুন কোনো বিষয় নয়। তা সত্ত্বেও শতাব্দি পুরনো এ প্রতিযোগিতা নিয়ে মানুষের আগ্রহ কমেনি এতোটুকুও। বরং দিন দিন এ নিয়ে উন্মাদনা যেন বেড়েই চলেছে। কোনো একটি দেশের ভেতরে যেমন এ প্রতিযোগিতার নানা আয়োজন চলে প্রায় বছরজুড়ে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতায় বিজয়ী সুন্দরীদের নিয়ে আবার চলে আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেখানে জড়ো হওয়া সুন্দরীদের মধ্যে কে সেরা, তা নিয়ে চলে প্রতিযোগিতার বিশাল আয়োজন। ওইসব প্রতিযোগিতায় বিজয়ীর খেতাব হয় 'মিস ওয়ার্ল্ড' বা 'মিস ইউনিভার্স' ইত্যাদি। আর এ আয়োজনের প্রধান আকর্ষণই থাকে প্রতিযোগীদের সাজ-সজ্জা ও পোশাক-পরিচ্ছদ, যা আদতে ফ্যাশন দুনিয়ার জন্য বিরাট এক ব্যবসাও বটে। তবে, এখানেই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন এক প্রতিযোগী। কোনো ধরনের মেকাপ ছাড়াই তিনি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

ব্যতিক্রমী এই প্রতিযোগী হলেন দক্ষিণ ইংল্যান্ডের বাসিন্দা ২০ বছর বয়সী মেলিসা রোফ। সম্প্রতি তিনি দেশটির 'মিস ইংল্যান্ড' শীর্ষক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে গত সোমবার ফাইনালের জন্যে নির্বাচিত হয়েছেন। আর, এভাবে কোনো ধরনের মেকাপ ছাড়াই আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য 'মিস ইংল্যান্ড' প্রতিযোগিতার চূড়ান্ত পর্বেও লড়বেন মেলিসা। এ ধরনের আয়োজনে এমন একটি সিদ্ধান্তকে এককথায় দুঃসাহসীই বলা যায়!

ইংল্যান্ডের ইনডিপেনডেন্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মেলিসা বলেন, 'এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। কারণ, বিভিন্ন বয়সী মেয়েরা অনেক সময় মেকাপ নিতে বাধ্য হয়। কিন্তু কেউ যদি তার নিজের চেহারা নিয়ে খুশি থাকে, তাহলে মেকাপ দিয়ে তা ঢাকা উচিত নয়। আমাদের চেহারার খুঁতগুলোই তো আসলে আমাদের প্রত্যেককে অন্যদের থেকে আলাদা করেছে এবং এটাই তো আমাদের আসল পরিচয়।'

অবশ্য আগে তিনিও মেকাপ নিতেন বলে স্বীকার করেছেন মেলিসা। তবে সুন্দরী প্রতিযোগিতায় মেকাপ ব্যবহারের চিরাচরিত এ প্রথা ভাঙ্গতে চেয়েছেন বলে জানান তিনি। মেলিসা বলেন, 'আমার কখনোই মনে হয়নি আমি তথাকথিত সুন্দরীদের মধ্যে পড়ি। কিন্তু আমি আমার চেহারার খুঁতগুলো মেনে নিয়েছি। আমি মেনে নিয়েছি যে আমি দেখতে আসলে যেমন, ওভাবেই আমি সুন্দর। আর এ কারণেই আমি মেকাপ ছাড়া এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

এ সুন্দরী প্রতিযোগিতার একটি পর্ব ছিলো 'বেয়ার ফেস' রাউন্ড যেখানে আগ্রহী প্রতিযোগিদের মেকাপ ছাড়া ছবি জমা দিতে বলা হয়। এর অংশ হিসেবে মেলিসা মেকাপ ছাড়া তার একটি ছবি ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। ছবির নিচে তিনি লেখেন, 'চেহারার খুঁতগুলোকে আপন করে নিচ্ছি।'

মেকাপ দিয়ে চেহারা না ঢেকে বরং নিজের স্বাভাবিকতা মেনে নেওয়াকে উৎসাহিত করতে চান মেলিসা।

'মিস ইংল্যান্ড' শীর্ষক এ প্রতিযোগিতার পরিচালক অ্যাঞ্জি বিসলি এ বিষয়ে গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, '২০১৯ সালে আমরা প্রথম শীর্ষ মডেলদের মেকাপ ছাড়া ছবি জমা দেওয়ার নিয়ম চালু করি। যারা এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে চান, তারা অনেক ভারী মেকাপ নিয়ে ছবি এডিট করে আমাদের কাছে পাঠান। এ কারণে আমরা তাদের প্রকৃত চেহারা বুঝতে পারি না। তাই তাদের সত্যিকার চেহারা দেখতেই আমরা এ উদ্যোগ নিয়েছিলাম।'

মেলিসার এ উদ্যোগ সম্পর্কে অ্যাঞ্জি বলেন, 'মিস ইংল্যান্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্যে আমরা তাকে শুভকামনা জানাই। যেখানে এ ধরনের প্রতিযোগিতায় সবাই ভারী মেকাপ ব্যবহার করে, সেখানে তার এ সিদ্ধান্ত অনেক সাহসী একটি উদ্যোগ। এর মধ্য দিয়ে তিনি কিশোরী ও তরুণীদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন।'

সূত্র : সিএনএন।