স্বদেশ

গত ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের দেহে করোনা শনাক্ত

স্বদেশ ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ১৬ জুন ২০২২;  আপডেট: ০১:২৮, ২৯ অক্টোবর ২০২২

গত ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের দেহে করোনা শনাক্ত

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আরো ৩৫৭ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন। এই সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৬,২২৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৬,২০০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৭৬ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৬ শতাংশ। মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। এ পর্যন্ত সেরে ওঠা ব্যক্তির মোট সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৬১৮।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সূত্র : বাসস।